
অনূর্ধ্ব-১৯ পেরিয়ে যাওয়ার পর ক্রিকেটাররা স্বীকৃত প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করেন। অনেকেই অনূর্ধ্ব-১৯ থেকেই নাম লিখিয়ে ফেলেন। জাতীয় ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ চারটি প্রতিযোগিতা বিসিবির বর্ষপঞ্জিকায় নিয়মিত হচ্ছে। তবে, অনূর্ধ্ব-১৯ পেরিয়ে যাওয়ার পর বয়সভিত্তিক কোনো টুর্নামেন্ট আর ছিল না বাংলাদেশের।
সেই চিন্তা থেকেই বিসিবি নিয়ে আসছে নতুন টুর্নামেন্ট। তরুণ ক্রিকেটারদের জন্য রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট আনছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে চারটি আঞ্চলিক দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করবে তারা।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। ‘নতুন সিদ্ধান্ত হচ্ছে রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট হবে। বিসিএলের মতো করে হবে, তবে অনূর্ধ্ব-২৩। অনূর্ধ্ব-১৯ এর পরে বয়সভিত্তিক নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট ছিল না। কিন্তু ফেব্রুয়ারিতে এটা হবে ইনশাআল্লাহ। প্রাথমিক পরিকল্পনা হচ্ছে চট্টগ্রামের দুটো স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ডাবল (রাউন্ড রবিন) লিগ সিস্টেমে। ঢাকায় হবে ফাইনাল।’
আগামী ফেব্রুয়ারিতে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে চট্টগ্রামের দুইটি ভেন্যুতে মাঠে গড়াবে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ লিগ। ৬০ ক্রিকেটারের পুল তৈরি করতেই অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের এমন সুযোগ করে দিচ্ছে বিসিবি।
আপাতত কোন ফরম্যাটে খেলা হবে সেটা এখনো নিশ্চিত নয়। ভারত ‘এ’ দলের বাইরে অনূর্ধ্ব-২৩ রাজ্য ট্রফি, অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি আয়োজন করে। অস্ট্রেলিয়ায় হয়ে থাকে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। এবার বাংলাদেশও তরুণ ক্রিকেটারদের জন্য আসছে এমন প্রতিযোগিতা।