ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ফরাশগঞ্জে পাঁচ জাতীয় তারকা, আছেন নেপালি ফুটবলাররাও

ফরাশগঞ্জে পাঁচ জাতীয় তারকা, আছেন নেপালি ফুটবলাররাও

নারী ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে আগামী সোমবার। দলবদলের শেষ দিন ছিল গতকাল শুক্রবার। শেষ দিনে বাজিমাত করেছে পুরনো ঢাকার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের পাঁচজন তারকা ফুটবলার- তহুরা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা এবং শামসুন্নাহার সিনিয়র ও শামসুন্নাহার জুনিয়র। এছাড়াও তারা উড়িয়ে এনেছে দুই হিমালয়কণ্যা ডিফেন্ডার পূজা রানা ও মিডফিল্ডার সবিতা রানা মাগার। গোলকিপার হিসেবে ফরাশগঞ্জ নিয়েছে ফুটসাল দলে থাকা সেজুতিকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাশগঞ্জের ফুটবল কর্মকর্তা মানস বাবুরাম। তার কথা, ‘তারকা ফুটবলার ছাড়াও অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলের বয়সভিত্তিক দলের কয়েকজন ফুটবলার নিবন্ধন করিয়েছে দলটি।

ফরাশগঞ্জের কোচিং উপদেষ্টা হিসেবে থাকছেন স্থানীয় অন্যতম সেরা কোচ কামাল আহমেদ বাবু। তবে দলটির প্রধান কোচের দায়িত্বে থাকছেন আবু ফয়সালকে। এরইমধ্যে তারা ৩৫ জনের স্কোয়াড তৈরি করে ফেলেছে। দল নিয়ে সন্তুষ্ট বাবুরাম বলেন, ‘আমরা যে স্কোয়াডটা করেছি তাতে সন্তুষ্ট। আশা করি এই দল নিয়ে ফাইট দিতে পারব এবং ফাইনাল খেলব।’ আগেই রাজশাহী স্টার্স দলে ভিড়িয়েছে আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা ও শিউলি আজিমকে। পুলিশ ক্লাবে এবার খেলছেন অনূর্ধ্ব-২০ নারী দলের তারকা ফুটবলার মোসাম্মৎ সাগরিকা।

তার সঙ্গে আছেন সতীর্থ কোহাতি কিসকু, সুরমা জান্নাত ও আইরিন আক্তার। নারী ফুটবল এর আগে হয়েছিল ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি। এরপর দেড় বছর অতিবাহিত হলেও মাঠে ফেরেনি এই প্রতিযোগিতা। অবশেষে অনেকটা তড়িঘড়ি করে লিগ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কেননা আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ সিনিয়র নারী দল। পরের মাসে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের লড়াই। ওই টুর্নামেন্টেও খেলবেন মোসাম্মত স্বাগরিকা, মুনকি আক্তাররা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত