ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অবশেষে জ্বলে উঠলেন সানজিদা

অবশেষে জ্বলে উঠলেন সানজিদা

সময়টা ভালো যাচ্ছিল না সানজিদা আক্তারের। এক সময় ছিলেন জাতীয় ফুটবল দলের অপরিহার্য সদস্য। তবে গত বছর নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহী দলের সঙ্গে যোগ দিয়ে জাতীয় দলে ব্রত হয়েছেন তিনি। তারপর সাফ ক্লাব কাপেও নিজেকে মেলে ধরতে পারেননি। অবশেষে সানজিদা জ্বলে উঠলেন নারী ফুটবল লিগে। তবে তার দল পুলিশের শুরুটা শুভ হয়নি এই লিগে। প্রথম ম্যাচে ০-২ গোলে আর্মির বিপক্ষে হেরেছিল দলটি। গতকাল রোববার দ্বিতীয় ম্যাচে অবশ্য তারা জয়ের দেখা পেয়েছে। কমলাপুরের শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পুলিশ ২-০ গোলে হারায় সদ্যপুষ্করণীকে। পুলিশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এক সময়ের জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সানজিদা আক্তার। ১৫ মিনিটে তার গোলে পুলিশ লিগে গোলের যাত্রা শুরু করে। প্রথমার্ধে পুলিশ এক গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে আইরিন খাতুন আরেকটি গোল করলে পুলিশের জয় নিশ্চিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত