
দ্বিতীয় ব্যাটল অব ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে জাপান-বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমি। গতকাল রোববার রামপুরায় অনুষ্ঠিত খেলায় ১৪টি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয় তারা। ১৩টি স্বর্ণ জিতে রানার্সআপ হয় বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো। ১২টি স্বর্ণপদক জিতে দ্বিতীয় রানার্সআপ সোতোকান কারাতে বাংলদেশ। ওয়াদো কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল শুক্কুর আলী সিকদারের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিয়ানা এন্ডেভর লিমেটেডের প্রেসিডেন্ট মো. শাজাহান মিয়া।
এর আগে সকালে উদ্বোধন করেন- মাদানী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইব্রাহিম মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিয়াম সেলাই ঘরের ব্যবস্থাপনা পরিচালক সগীর শিকদার। এ সময় বাংলাদেশ কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়াদো কারাতে অ্যাসোসিয়েশন, মো. শাহারুখ খান রাজ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ২০টি ক্লাব এবং বাছাইকৃত ২০০ এরও বেশি কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করে।