
বেশ কিছু দিন আগে ২০২৪ সালের এপ্রিল থেকে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে আছেন সাইফুল বারী টিটু। কাজী সালাউদ্দিনের পর তাবিথ আউয়ালের যুগে টিটুর মেয়াদ তিন মাস করে বাড়ানো হয়েছিল। নতুন করে এক বছরের জন্য বাড়ানো হয়েছে তার মেয়াদ! বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। এরইমধ্যে জানুয়ারি থেকে টিটুর নতুন মেয়াদে কাজ শুরু হয়েছে। এতদিন টিটুকে দিয়ে বিভিন্ন দলের কোচের কাজ ছাড়াও কোচিং কোর্স করানো হয়েছিল। এবার কাজের পরিধি কী হবে তা সময় বলে দেবে। যদিও সামনে এএফসি প্রো লাইসেন্স করতে যাচ্ছে বাফুফে। কোর্স করানোর জন্য বাইরে থেকে ইন্সট্রাক্টর আনতে হবে।