ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্লে-অফের আশা হারাচ্ছে না জয়হীন নোয়াখালী

প্লে-অফের আশা হারাচ্ছে না জয়হীন নোয়াখালী

চলমান বিপিএলে নতুন দল হিসেবে আবির্ভাব ঘটেছে নোয়াখালী এক্সপ্রেসের। তবে মাঠের পারফর্মম্যান্সে একেবারেই নাজুক অবস্থা দলটির। এরইমধ্যে ৪টি ম্যাচের সবকটি ম্যাচেই হেরেছে নোয়াখালী। তবে এখনও প্লে-অফ খেলার স্বপ্নের কথা জানালেন দলটির বিদেশি অলরাউন্ডার মাজ সাদাকাত।

গতকাল মঙ্গলবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাজ বলেন, ‘দলটা পরিবারের মতো। আমরা যদিও কিছু ম্যাচ হেরে গেছি। তবে আমাদের সমর্থন দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দল ভালো।’ এখনও প্লে-অফের আশা ছাড়েনি নোয়াখালী, ‘ইনশাআল্লাহ, প্লে অফে যাবে। আমরা পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব। বাকি ম্যাচগুলোতে অনেক ভালো খেলে ম্যাচ জেতার চেষ্টা করব।’ পিএসএলেও বাংলাদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা উচিত এবং তারা পাকিস্তানে খেলতে এলে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে, ‘বিপিএল অনেক পাকিস্তানি খেলোয়াড় খেলতে আসে, এতে আমরা আনন্দিত। আমাদের জন্য এটা গর্বের বিষয় যে এতজন পাকিস্তানি খেলোয়াড়কে বিপিএলে বেছে নেওয়া হয়েছে। পিএসএলেও বাংলাদেশি ক্রিকেটাররা কেন নয়? তাদের আনা উচিত। তাদের স্বাগত জানাই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত