ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘মোস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তে অজ্ঞাত ছিল বিসিসিআই’

‘মোস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তে অজ্ঞাত ছিল বিসিসিআই’

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ছেড়ে দিতে বলা সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অভ্যন্তরীণ কোনো আলোচনার ফল নয়, এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলকেও বিষয়টি জানানো হয়নি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, যে সিদ্ধান্তের জেরে শেষ পর্যন্ত বাংলাদেশ আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায়, সেটি নেওয়া হয়েছে বিসিসিআইয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকে। বোর্ডের অভ্যন্তরীণ কাঠামো বা আইপিএল প্রশাসনের অনেকেই বিষয়টি আগে থেকে জানতেন না। আইপিএলের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ বিসিসিআই কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, এই সিদ্ধান্ত তাদের কাছেও ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। ‘আমরাও বিষয়টি গণমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের পক্ষ থেকে কোনো মতামতও নেওয়া হয়নি,’ বলেন তিনি।

এর আগে গত শনিবার বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া প্রকাশ্যে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘সাম্প্রতিক সময়ে সর্বত্র যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দিয়েছে।’ এই সিদ্ধান্ত বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। গত সোমবার দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে জানায়, মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ‘আঘাত ও ক্ষুব্ধ’ করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ;এই প্রেক্ষাপটে নির্দেশনা অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার-প্রচার বন্ধ করার জন্য অনুরোধ জানান হলো।’ উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দরকষাকষির লড়াইয়ের পর মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। বাঁহাতি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা হয়, যা তাকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারে পরিণত করে। এছাড়া, বিসিসিআইয়ের অনুরোধেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল, এই তথ্যটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। এদিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৭ ফেব্রুয়ারি, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে। বর্তমান সূচি অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত