ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শাস্তির বিরুদ্ধে আপিল মনিকা তহুরার

শাস্তির বিরুদ্ধে আপিল মনিকা তহুরার

নারী ফুটবল লিগে জামালপুরের কাঁচারিপাড়া একাদশের বিপক্ষে ম্যাচে মারামারির ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মনিকা চাকমা ও তহুরা খাতুন। এছাড়া জামালপুরের সাবিত্রি ত্রিপুরাকেও দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়।

আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটি এই সিদ্ধান্ত নেয়। তবে শৃঙ্খলা কমিটির এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল বুধবার বাফুফেতে আপিল করেছে মনিকাণ্ডতহুরার ক্লাব ফরাশগঞ্জ। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের ম্যানেজার বাবুরাম। তার কথা, ‘ওই ম্যাচে রেফারির আরও যত্নবান হওয়া উচিত ছিল। আপিল কমিটির কাছে আমরা শাস্তির বিরুদ্ধে গতকাল বুধবার আবেদন করেছি। আমাদের বিদেশি খেলোয়াড় পুজা ইনজুরিতে প্রায় দুই সপ্তাহ বাইরে। ফুটবলারদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রেফারির। দেখা যাক আপিল কমিটি কি রায় দেয়।’ শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফরাশগঞ্জের হয়ে সিরাজ স্মৃতি সংসদ ও সদ্যপুস্করনি যুব সংঘের বিপক্ষে দুই ম্যাচ খেলতে পারবেন না মনিকা চাকমা ও তহুরা খাতুন।

গত রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩০ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা মারামারিতে জড়িয়ে পড়েন।

কাঁচারিপাড়া একাদশের ফুটবলার সাবিত্রি ত্রিপুরা ফাউল করেছিলেন ফরাশগঞ্জের মনিকাকে।

মনিকা উঠে দাঁড়িয়ে আক্রমণ করেন সাবিত্রিকে। তখনই শুরু হয় মারামারি। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ম্যাচের ফুটেজ, রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত