ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রথম বিভাগ ভলিবল

প্রথম বিভাগ ভলিবল

জারিফ ডেইরি ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগে জিতেছে শাহবাগ স্পোর্টিং, ইস্ট অ্যান্ড ক্লাব, উত্তরা স্পোর্টিং ও নবজাগরনী সংঘ। গতকাল শুক্রবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শাহবাগ স্পোর্টিং ৩-১ সেটে আজাদ স্পোর্টিং ক্লাবকে এবং ইষ্ট অ্যান্ড ক্লাব সমান সেটে ইষ্ট অ্যান্ড বয়েজকে হারিয়েছে। দিনের বাকি খেলায় উত্তরা স্পোর্টিং ৩-০ সেটে স্বাবলম্বী সোসাইটিকে এবং নবজাগরনী সংঘ সমান ব্যবধানে হারায় ভাই ভাই সংঘকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত