
টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হার। ব্যাপারটা রিয়াল মাদ্রিদের জন্য বিব্রতকরই। হারের এই হতাশার মধ্যেই রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরা অন্য এক কারণে পড়েছেন তীব্র সমালোচনার মুখে। ম্যাচের পর সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা দলকে প্রথাগত সম্মান বা ‘গার্ড অব অনার’ দেয়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষের ভিডিও ফুটেজে দেখা যায়, বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে সতীর্থদের নিষেধ করছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে! কোচ জাবি আলোনসোর একাদশে তাই জায়গাও হয়নি। তার জায়গায় খেলেন গনসালো গার্সিয়া। এমবাপ্পেকে নামানো হয় বিরতির পর। তবে বেঞ্চ থেকে নেমে ম্যাচের মোড় ঘোরাতে পারেননি। যদিও শেষ দিকে একটি ফাউল আদায় করেছিলেন, যার ফলে ৯০ মিনিটের দিকে বার্সেলোনার ফ্রেঙ্কি দে ইয়ং লাল কার্ড দেখেন। কিন্তু তাতেও লাভ হয়নি।