ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শিরোপা জিতে বয়ফ্রেন্ডকে যে বার্তা দিলেন সাবালেঙ্কা

শিরোপা জিতে বয়ফ্রেন্ডকে যে বার্তা দিলেন সাবালেঙ্কা

গেল বছরটি স্বপ্নের মতো কাটিয়েছেন টেনিসের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ওয়েন্স টেনিস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জিতেছেন তিনি। নতুন বছরের শুরুটাও দারুণ হলো ২৭ বছর বয়সী এ বেলারুশ তারকার। ব্রিসবেন ইন্টারন্যাশনালের শিরোপা জিতেছে সাবালেঙ্কা। তবে পুরস্কার ছাপিয়ে এবার অন্য কারণে খবরের শিরেনামে এলেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে এ টেনিস তারকার বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। অনেকের প্রশ্ন, বয়ফ্রেন্ডকে কি বাগদানের প্রস্তাব দিলেন এ বেলারুশিয়ান তারকা!

ট্রফি জেতার পর জর্জিওস ফ্রাঙ্গুলিসের উদ্দেশে করে সাবালেঙ্কা জানান, শিগগিরই তাকে ভিন্ন কিছু ডাকার আশা করছেন। প্রথমেই তার নিজের টিমকে ধন্যবাদ জানান, তারপর প্লেয়ার্স বক্সে থাকা ফ্রাঙ্গুলিসকে উদ্দেশ করে তিনি বলেন, আমার বয়ফ্রেন্ডকে ধন্যবাদ। আশা করি, শিগগিরই আমি তোমাকে অন্য কিছু বলে ডাকতে পারব। চলো কিছু বাড়তি চাপ দেই (তোমার ওপরে)। ফ্রাঙ্গুলিস একজন ব্রাজিলিয়ান উদ্যোক্তা এবং ওকাবেরির সিইও। ২০২৪ সালে সাবালেঙ্কার সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপর থেকে ম্যাচের সময় গ্যালারিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। কোর্টে দারুণ সময় কাটছে সাবালেঙ্কার। ব্রিসবেনের এই আসরে কোনো সেট না হেরে চ্যাম্পিয়ন হলেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত