ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মাল্টিফ্যাবস চ্যাম্পিয়ন

মাল্টিফ্যাবস চ্যাম্পিয়ন

জারিফ ডেইরি ঢাকা মহানগর প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাব। গত রোববার রাতে শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে তারা ৩-১ সেটে ইস্ট এন্ড ভলিবল ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এরফলে প্রিমিয়ার বিভাগে জায়গা করে নিয়েছে মাল্টিফ্যাবস। তৃতীয় হয়েছে নবজাগরণী সংঘ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, সহ-সভাপতি মাছুদুল আলম ও লিগ কমিটির সম্পাদক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। ছয়দিন ব্যাপী প্রতিযোগিতায় ১০টি দল অংশ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত