ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নাজমুল ক্ষমা চাইলে মাঠে ফিরবেন ক্রিকেটাররা

নাজমুল ক্ষমা চাইলে মাঠে ফিরবেন ক্রিকেটাররা

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএল বয়কট করেছেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হলে মাঠে নামবেন না, এবং এ অবস্থান থেকে একচুলও সরে আসছেন না বলে জানিয়েছিলেন তারা। গত সোমবার দুপুরের রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন এসব কথা জানিয়েছিলন। তিনি বলেন, ক্রিকেটাররা খেলতে চায়, কিন্তু সম্মান ও ন্যূনতম সীমার প্রশ্নে কোনো আপস সম্ভব নয়। তার ভাষায়, তারা খেলার বিপক্ষে নন, তবে সবকিছুরই একটি সীমা রয়েছে, আর সেই সীমা বহু আগেই অতিক্রম করা হয়েছে। তবে কয়েক ঘন্টার ব্যাবধানে নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে তারা জানিয়েছেন, বোর্ড পরিচালক নাজমুল ইসলাম যদি তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং বিসিবি তার ব্যাপারে নেওয়া সিদ্ধান্তে অটল থাকে; তাহলে আগামীকাল থেকে তারা মাঠে খেলতে নামবেন। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাকি তাতে সম্মত হননি। ক্রিকেটারদের একটি সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতির সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সন্ধ্যায় ফোনে কথা হয়েছে। আমিনুলের সঙ্গেও ছিলেন আরও কয়েকজন বোর্ড পরিচালক। ফোনের স্পিকার অন করে হওয়া কথোপকথনে ক্রিকেটাররা ওই দাবি জানিয়ে বলেন, যেহেতু এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ দল ও নারী দল দেশের বাইরে খেলছে; একই সঙ্গে তারাও বিপিএল খেলতে চান; ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা কাল থেকে মাঠে নামতে প্রস্তুত। তবে সেটি শর্ত সাপেক্ষে। মুঠোফোন কথোপকথনে ক্রিকেটাররা শর্ত দেন, যেহেতু নাজমুল ক্রিকেটারদের নিয়ে সংবাদমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন; তাকে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনোভাবে এ জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বক্তব্য দিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল থাকতে হবে।

কিন্তু বিসিবি সভাপতি আমিনুল নাকি ক্রিকেটারদের এটি সম্ভব নয় বলে জানিয়েছেন। তার দাবি, নাজমুল এরইমধ্যে তাদের কাছে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু তিনি একজন সম্মানিত মানুষ, প্রকাশ্যে তিনি ক্ষমা চাইতে পারবেন না। বিসিবি সভাপতি তাকে এ ধরনের কোনো অনুরোধ করতে পারবেন না বলেও নাকি জানিয়ে দেন ক্রিকেটারদের। ক্ষুব্ধ ক্রিকেটাররা তখন তাকে বলেন, নাজমুল সম্মানিত ব্যক্তি, তাই বলে ক্রিকেটারদের কি সম্মান নেই! তিনি যেহেতু প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করেছেন; ক্ষমাও তাকে প্রকাশ্যেই চাইতে হবে। আমিনুল ক্রিকেটারদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় অসমাপ্তভাবেই শেষ হয় দুই পক্ষের আলোচনা। এ ব্যাপারে জানতে বিসিবির সভাপতি আমিনুলসহ একাধিক পরিচালককে ফোন করেও পাওয়া যায়নি। তবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ রকম একটি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত