ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রিয়ালে আরবেলোয়ার দুঃস্বপ্নের অভিষেক

রিয়ালে আরবেলোয়ার দুঃস্বপ্নের অভিষেক

জাভি আলোন্সোর বিদায়ের পর ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার অভিষেক হলো দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় স্তরের নিচের দিকের দল আলবাসেতের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে গেল লস ব্লাঙ্কোসরা। ফলে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নিল তারা। এ নিয়ে চার দিনের ব্যবধানে দুটি শিরোপা লড়াই থেকে ছিটকে গেল রিয়াল। গত রোববার জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হারে রিয়াল। তারপর এই হার দলটির জন্য বড় ধাক্কা। লা লিগাতেও ভালো অবস্থানে নেই রেয়াল। শিরোপাধারী বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে আছে তারা। পরিস্থিতি বুঝতে পারছেন ৪২ বছর বয়সী আরবেলোয়া। ব্যার্থতার ভয় নেই আরবেলোয়ার। রিয়াল মাদ্রিদের নতুন কোচ বললেন, দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে হারের দায় তার। ‘এই ক্লাবে ড্র সবসময়ই বাজে ফল, একটি ট্রাজেডি। এটা বেদনাদায়ক, আমি নিশ্চিত আমাদের সব ভক্ত কষ্ট পাচ্ছেন। এর দায় আমার এবং আমাকে দায়ী করুন। শুরুর একাদশ ও বদলির কথা বললে, আমি শুধু খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে পারি। এখন আমাদের আগামী শনিবারের ম্যাচের জন্য রিকোভার করতে হবে।’

রিয়ালের শুরুর একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে এই ম্যাচে বিশ্রাম দেন আরবেলোয়া। স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট থেকে দলের বিদায়ের পর সেই সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সংগঠিত ও নিবেদিত আলবাসেতের বিপক্ষে ফিনিশিংয়ে ভুগতে দেখা গেছে রিয়ালকে। তবে হারের পরও নিজেদের সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিলেন আরবেলোয়া। ‘এনিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার বিশ্বাস, সঠিক স্কোয়াড নিয়েই খেলতে এসেছিলাম। হাজারবারেও আমি এই একই সিদ্ধান্ত নেব। আমি যা চেয়েছি তার সঙ্গে শুধু এক দিনেই মানিয়ে নেওয়া খেলোয়াড়দের জন্য কঠিন। একই সঙ্গে আমাদের অনেক খেলোয়াড় আছে যাদের শারীরিক রিকোভার প্রয়োজন।’ টানা দুই ম্যাচে রিয়ালের হার নিয়ে উদ্বিগ্ন নন আরবেলোয়া। তিনি মনে করেন, ব্যার্থতাই সাফল্যের চাবিকাঠি। ‘আমি ব্যার্থতা নিয়ে ভীতি নই। আমি বুঝতে পারছি, যে কেউই এই হারকে ব্যার্থতা হিসেবে বর্ণনা করবে। ব্যার্থতা হলো সফল হওয়ার পথের অংশ। এটা আমাকে আরও ভালো করে তুলবে, আমাদের আরও ভালো করে তুলবে। এরচেয়েও বড় পরাজয়ের ধাক্কা হজম করেছি আমি। সর্বোচ্চ নিবেদন নিয়ে আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত হব।’ শারীরিক দিক থেকে রিয়ালের খেলোয়াড়দের অনেক উন্নতির সুযোগ দেখছেন নতুন কোচ। ‘নতুন কোচ আসায় ভিন্ন ভাবনার সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের সময় প্রয়োজন। মাঠে যা ঘটবে তা শেষ পর্যন্ত আমার দায়। আমাদের খেলার জন্য পরিষ্কার ভাবনা প্রয়োজন, বিশেষ করে যে দলগুলো গভীরে গিয়ে রক্ষণ সামলায়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত