ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট ট্রায়াল শুরু

শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট ট্রায়াল শুরু

ফিজিক্যাল চ্যালেঞ্জড জাতীয় ক্রিকেট দল গঠনের লক্ষ্যে শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে বনানী স্পোর্ট অ্যারেনায় মঙ্গলবার প্রথম দিনের ট্রায়ালে অংশ নেন ৮০ জন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা তরুণ ও উদীয়মান প্রতিভাবান এসব ক্রিকেটারদের চোখে মুখে ছিল ভবিষ্যতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন ও দৃঢ় প্রত্যয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে দুই দিনব্যাপী ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল ক্যাম্প শুরু হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী একটি শক্তিশালী ও দক্ষ ফিজিক্যালি চ্যালেঞ্জড জাতীয় ক্রিকেট দল গড়ে তোলা।

ট্রায়াল ক্যাম্পের উদ্বোধন করে বিসিবির পরিচালক এবং বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের চেয়ারম্যান মো. জুলফিকার আলি খান বলেন, ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের মূলধারার ক্রীড়াক্ষেত্রে অন্তর্ভুক্ত করা বিসিবির একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং এই ধরনের আয়োজন দেশের ক্রীড়া অঙ্গনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি বাস্তব উদাহরণ।’ বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের সদস্য সচিব এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার মো. সানোয়ার হোসেন অংশ নেওয়া খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের নির্বাহী সদস্য ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ। বিসিবি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে যে, এই ট্রায়াল ক্যাম্প থেকে নির্বাচিত খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও পেশাদার উন্নয়নের মাধ্যমে অচিরেই একটি শক্তিশালী ফিজিক্যালি চ্যালেঞ্জড জাতীয় ক্রিকেট দল গড়ে তোলা সম্ভব হবে, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত