
লিওনেল মেসির সঙ্গে অনেক বছর জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন আনহেল ডি মারিয়া। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে মাতিয়েছেন ক্লাব ফুটবল। সময়ের দুই গ্রেট ফুটবলারকেই তাই খুব কাছ থেকে দেখার ও জানার সুযোগ পেয়েছেন দি মারিয়া। কে সেরার প্রশ্নে সরাসরি না হলেও, স্বদেশি তারকাকে তিনি ঠিকই এগিয়ে রাখলেন। তবে, পেশাদারিত্বের বিচারে রোনালদোর ধারেকাছে কাউকে দেখেন না তিনি। আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন দি মারিয়া। তবে ক্লাব ফুটবল এখনও চালিয়ে যাচ্ছেন তিনি, খেলছেন শৈশবের দল রোজারিও সেন্ত্রালে। স্পেনের ক্রীড়া প্রত্রিকা এএস’কে দেওয়া সাক্ষাৎকারে বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা দিক ও সময় নিয়ে কথা বলেছেন ডি মারিয়া। সেখানেই উঠে এসেছে মেসি ও রোনালদোকে নিয়ে তার ভাবনা। ২০১০ সালে বেনফিকা ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন দি মারিয়া। স্প্যানিশ ক্লাবটিতে আগে থেকেই ছিলেন রোনালদো। পরের চার মৌসুমে সেখানে একসঙ্গে মাঠ মাতান তারা। সেই সময় পর্তুগিজ তারকাকে যেভাবে দেখেছেন, যেমনটা দেখেছেন, জানালেন আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয়ী তারকা।