
দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২২৫ জন কারাতে কোচের মানোন্নয়নের লক্ষ্যে কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষার উদ্যোগ নিয়েছে কারাতে ফেডারেশন। আজ ও শনিবার দুদিনব্যাপী কোচদের এই পরীক্ষা হবে শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। আজ প্র্যাকটিকেল এবং আগামীকাল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখান থেকে উত্তীর্ণ এবং সনদ পাওয়া কোচেরা জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন। কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেক হোসেন বলেন, ‘এই কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় পাস করা কোচেরা এশিয়ান কারাতে ফেডারেশন (একেএপ) এবং বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লুকেএফ) পরীক্ষা দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবেন।’