
শারীরিকভাবে অসম্পূর্ণ তরুণদের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে পূর্ণতা দিতে শেষ হল দুদিনের বিসিবি ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল ক্যাম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহযোগিতায় গত বুধবার রাতে বনানী স্পোর্টস অ্যারেনায় শেষ হওয়া ট্রায়ালে আট বিভাগের প্রায় ২০০ ক্রীড়াবিদ অংশ নেন। বিসিবি পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের চেয়ারম্যান মো. জুলফিকার আলী খান বলেন, ‘এই ট্রায়ালের মধ্য থেকে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী দল গঠন করা হবে এবং ক্রিকেটের মাধ্যমে আত্মবিশ্বাস ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে চাই।’ শেষ দিনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সকলেই ভবিষ্যত জাতীয় দল গঠনের উদ্যোগকে স্বাগত জানান। এই অনুষ্ঠানের মাধ্যমে আগামীতে যে সব ক্রিকেট জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তার ঘোষণা হয়।
আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং বিসিবি হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে বলে জানান বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের সদস্য সচিব ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন।