
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে না বাংলাদেশ। তবে টুর্নামেন্টে এদেশের অন্তত দুজন প্রতিনিধি থাকছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত আম্পায়ার তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। আইসিসি এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা। বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি আগেও। গাজী সোহেল এবারই প্রথমবার ম্যাচ পরিচালনা করবেন ছেলেদের ক্রিকেটের বিশ্বমঞ্চে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলেও শরফুদ্দৌলা ও গাজী সোহেল যে যাচ্ছেন, সেটি গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। আইসিসি শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তালিকা। প্রাথমিক পর্বের ম্যাচগুলি পরিচালনার জন্য ৬ জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ারকে চূড়ান্ত করেছে আইসিসি। সাবেক বাঁহাতি স্পিনার শরফুদ্দৌলা এখনও পর্যন্ত ৭৫ টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন, যেখানে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি ৫৪ ম্যাচে। গাজী সোহেল অন-ফিল্ড আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন ৪০ টি-টোয়েন্টি, টিভি আম্পায়ার হিসেবে ১৯টি। শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের লড়াই পরিচালনা করবেন কুমার ধার্মাসেনা ও ওয়েইন নাইটস। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন ধার্মাসেনা টি-টোয়েন্টি বিশ্বকাপেই পরিচালনা করেছেন ৩৭ ম্যাচ। এর মধ্যে ছিল ২০১৬ ও ২০২২ আসরের ফাইনালও। নিউ জিল্যান্ডের নাইটসের বিশ্বকাপ অভিষেক হবে এবারই। উদ্বোধনী ম্যাচটি হবে তার ৫০তম টি-টোয়েন্টি। সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ারদের তালিকা জানানো হবে যথাসময়ে।
আইসিসির ঘোষিত ৩০ সদস্যের তালিকায় ছয়জন ম্যাচ রেফারি এবং ২৪ জন আম্পায়ার রয়েছেন। আম্পায়ারদের মধ্যে আছেন কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, পল রাইফেল, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো ও আহসান রাজাসহ অভিজ্ঞ নামগুলো।
ম্যাচ রেফারি : ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ।
আম্পায়ার : রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, ওয়েন নাইটস, ডোনোভান কচ, জয়রামন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, কে এন এ পদ্মনভন, আলাউদ্দিন পালিকের, আহসান রাজা, লেসলি রাইফার, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রবীন্দ্র উইমালাসিরি, আসিফ ইয়াকুব।