
কারও বয়স ১০, কারও ১২। আবার কারও ১৪। ঢাকার পর এবার ময়মনসিংহেও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলার ডাকে দেখা গেল শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব। গতকাল শুক্রবার সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগের চার জেলা নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহের শিশু-কিশোররা দিনব্যাপী আটটি খেলায় মেতে উঠে। এগুলো হলো- আরচারি, টেবিল টেনিস, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, ভলিবল, বক্সিং, ট্রাম্পোলিন ও দাবা। সকালে বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিকালে ক্ষুদে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লা, সাধারণ সম্পাদিক প্রকৌশলী ফিরোজ করিম নেলী এবং সহ-সভানেত্রী ফিরোজা খাতুন উপস্থিত ছিলেন।