সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। আজ বিকেলে ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে 'এ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভূটানের বিপক্ষে ৩ গোলের বড় জয় পায় বাংলাদেশ দল।
আজ ভূটানের বিপক্ষে ম্যাচে হারলে কিংবা ড্র করলেও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। তবে তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের ফলাফলের দিকে। কিন্তু ভূটানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সরাসরি সেমিতে খেলা নিশ্চিত বাংলাদেশের।
মালদ্বীপ ম্যাচের মতো এই ম্যাচে এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বল পেয়ে গোল করেন মুর্শেদ আলী। ২৮ মিনিটে দ্বিতীয় গোলেও অবদান রাখেন মুর্শেদ।
দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে লাল-সবুজরা। গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে হারালে মালদ্বীপের সংগ্রহ বাংলাদেশের সমান হবে। সে ক্ষেত্রে গোল ব্যবধান হবে গ্রুপসেরা নির্ধারক। মঙ্গলবারের মালদ্বীপ-ভুটান ম্যাচে তাই তীক্ষ্ম দৃষ্টি থাকবে বাংলাদেশের। সে ম্যাচের ভিত্তিতে নির্ধারিত হবে সেমিফাইনালের প্রতিপক্ষ।
আবা/এসআর/২৫