ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফারহান-সাইমের অর্ধশতকে উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

ফারহান-সাইমের অর্ধশতকে উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

শেষ ম্যাচে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটে ভর করে ১৩ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সালমান আঘার দল।

লডারহিলে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত।

উদ্বোধনী জুটিতে ফারহান ও সাইম মিলে গড়েন ১৩৮ রানের জুটি। ৭৪ রান করে আউট হন ফারহান, আর সাইম আইয়ুব করেন ৬৬ রান। পরে দলের আর কেউ ইনিংস বড় করতে না পারলেও ৪ উইকেটে পাকিস্তান তোলে ১৮৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরাও ভালো শুরু করে। ২৬ বলে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়ে তারা। তবে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝপথে ছন্দ হারায় উইন্ডিজ।

আলিক আথানাজে করেন ৬০ রান, শেরফান রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ৫১। তবুও জয় থেকে ১৩ রান দূরেই থামে স্বাগতিকদের ইনিংস; ৬ উইকেটে ১৭৬ রান।

পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুব ও সুফিয়ান মুক্বিম।

আগামী ৯ আগস্ট থেকে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।

সিরিজ জয়,পাকিস্তান,অর্ধশতক,ফারহান-সাইম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত