ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নেদারল্যান্ডস আসছে ২৬ আগস্ট, তিন ম্যাচ সিরিজ সিলেটে

নেদারল্যান্ডস আসছে ২৬ আগস্ট, তিন ম্যাচ সিরিজ সিলেটে

এশিয়া কাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এই সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ২৬ আগস্ট ঢাকায় পৌঁছাবে নেদারল্যান্ডস দল। এরপরই শুরু হবে সিরিজ।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, সিরিজের তিনটি ম্যাচই আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজকে সামনে রেখে ৬ আগস্ট থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ১৫ আগস্ট পর্যন্ত চলবে প্রথম ধাপের ক্যাম্প। এরপর কয়েকদিনের বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ধাপের অনুশীলন।

সিরিজ সিলেটে,তিন ম্যাচ,২৬ আগস্ট,নেদারল্যান্ডস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত