ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাশরাফি এখন রাজনীতিতে সক্রিয় নন, ধারণা ক্রীড়া উপদেষ্টার

মাশরাফি এখন রাজনীতিতে সক্রিয় নন, ধারণা ক্রীড়া উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, তার ধারণা মাশরাফি বিন মুর্তজা এখন আর রাজনীতিতে সক্রিয় নন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাশরাফি তার আগের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন বলে তার মনে হয়।

মাশরাফি প্রসঙ্গটি উঠে আসে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার সময়। ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিব শেখ হাসিনাকে প্রকাশ্যে সমর্থন করায় এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলা চলায় এখন তাকে দেশে খেলতে দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, “মাশরাফি বিন মুর্তজার বিষয়ে তেমন কিছু আমার জানা নেই। আমার জানামতে তিনি তার রাজনৈতিক অবস্থান থেকেও সরে এসেছেন, ফেসবুকে স্পষ্ট করেছেন বলেও মনে পড়ে।”

যদিও বাস্তবে মাশরাফি তার রাজনৈতিক অবস্থান ফেসবুকে নয়, গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে জানিয়েছেন।

তখন তিনি বলেছিলেন, “যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি, তাহলে কেমন হয় না!”

এরপর থেকে তার কর্মকাণ্ডও ইঙ্গিত দিচ্ছে, তিনি রাজনীতির সঙ্গে আর সম্পৃক্ত নন। গত এক বছরে দেওয়া তার ১৪টি ফেসবুক পোস্টের কোনোটিই আওয়ামী লীগ বা রাজনীতি নিয়ে নয়। অন্যদিকে সাকিব একাধিকবার আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়েছিলেন।

তবে ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি মাশরাফি কোনো অপরাধে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “এর বাইরে যদি তিনি রাষ্ট্রীয় আইনে কিছু করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হতেই পারে। তবে তিনি এখন খেলার সঙ্গে বা কোনো সক্রিয় কর্মকাণ্ডে যুক্ত নন, তাই আলোচনাতেও আসেননি।”

ক্রীড়া উপদেষ্টা,রাজনীতিতে সক্রিয়,মাশরাফি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত