ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ওয়ানডে দলে সৌম্যর প্রত্যাবর্তন, নতুন মুখ অঙ্কন

ওয়ানডে দলে সৌম্যর প্রত্যাবর্তন, নতুন মুখ অঙ্কন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

এই দুইজনকে জায়গা দিতে বাদ পড়েছেন সমালোচনার মুখে থাকা ওপেনার নাইম শেখ ও পেসার নাহিদ রানা।

দল নির্বাচনে ওপেনিংয়ে নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছে নির্বাচকরা, যেখানে অভিজ্ঞতা ও ব্যাটিং গভীরতা বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরবর্তী ম্যাচ দুটি হবে ২১ ও ২৩ অক্টোবর। তিনটি খেলাই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি ঘোষিত ওয়ানডে স্কোয়াডে আছেন— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

নতুন মুখ অঙ্কন,সৌম্যর প্রত্যাবর্তন,ওয়ানডে দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত