অনলাইন সংস্করণ
১৩:০০, ১৭ অক্টোবর, ২০২৫
আফগানিস্তান সিরিজ শেষ করে মাত্র ৭২ ঘণ্টা অতিক্রম হয়নি, তবু ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার শান্ত। ইতিমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন স্বাগতিক অধিনায়ক মিরাজ ও ক্যারিবিয়ান দলপতি শাই হোপ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ট্রফি উন্মোচন অনুষ্ঠানটিকে ক্রিকেট ট্যুরিজমের একটি আর্কষণ হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা লালবাগ কেল্লার ভেতরে, পরীবিবির মাজারের সামনে সকালে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পুরান ঢাকার কর্মব্যস্ততা পুরোপুরি শুরু হয়নি। তবু লালবাগ কেল্লায় সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে, যেখানে ট্রফি নিয়ে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নিয়েছেন মিরাজ ও শাই হোপ।
এরপর তারা জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান এবং উইন্ডিজ দল পুনরায় হোটেলে ফিরে আসে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই বছরের বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে ক্রিকেট। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এই মাঠে পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে এর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ টানা ১১ ম্যাচ জিতেছিল।
দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের হিসাবও সমান, ১২টি সিরিজে বাংলাদেশের জয় ৬টি, ওয়েস্ট ইন্ডিজের জয়ও ৬টি। এই সিরিজ তাই উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ।