ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোল্ডেন আর্ম রিশাদ, একাই ধসালেন ওয়েস্ট ইন্ডিজকে

গোল্ডেন আর্ম রিশাদ, একাই ধসালেন ওয়েস্ট ইন্ডিজকে

বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন যেন আজ সত্যিকার অর্থে হয়ে উঠলেন ‘গোল্ডেন আর্ম’। ব্যাট হাতে ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলার পর বল হাতে একাই ধ্বংস করে দিলেন পুরো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপ।

দলের হয়ে উইন্ডিজের প্রথম পাঁচটি উইকেটই তুলে নেন তিনি — বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যা এক অনন্য কীর্তি।

ম্যাচের ১২তম ওভারে মেহেদী হাসান মিরাজ আক্রমণে আনেন রিশাদকে। শুরুর পাঁচ বলে দেন মাত্র দুই রান, ষষ্ঠ বলেই তুলে নেন প্রথম সাফল্য। এথানেজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভাঙেন ওপেনিং জুটি। স্কোরবোর্ডে তখন উইন্ডিজের রান ৫১।

এরপর বল হাতে রিশাদের জাদু চলতেই থাকে। দ্বিতীয় উইকেটের জন্য যোগ হয় আরও ২৮ রান, কিন্তু তখনই কেসি কার্টি অফ স্টাম্পের বাইরে বল তাড়া করতে গিয়ে স্লিপে ধরা পড়েন। তৃতীয় উইকেটে ব্রেন্ডন কিংও রিশাদের ঘূর্ণিতে পথ হারান — নুরুল হাসান সোহানের হাতে উইকেটের পেছনে ধরা পড়ে ফেরেন তিনিও।

একই ওভারে রিশাদ ফেরান শেরফান রাদারফোর্ডকে, তিনিও ক্যাচ দেন সোহানের হাতে। পরের ওভারেই রস্টন চেজকে সাজঘরে ফেরান এই লেগস্পিনার। একের পর এক নিখুঁত টার্নে উইন্ডিজ ব্যাটারদের বিপদে ফেলেন তিনি।

এতে ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস শেষ হয়ে যায় মাত্র কয়েক ওভারের ব্যবধানে, আর পাঁচটি উইকেটই রিশাদের ঝুলিতে। ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পেয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন বাংলাদেশের এই তরুণ স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজ,গোল্ডেন আর্ম রিশাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত