ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হার টাইগ্রেসদের

শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হার টাইগ্রেসদের

শেষ ওভারে প্রয়োজন ৯ রান। হাতে ৫ উইকেট। বোলিংয়ে আসলেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপত্তু। কিন্তু কী আশ্চর্য, ওভারের প্রথম চার বলেই আউট হয়ে গেলেন বাংলাদেশ দলের চার ব্যাটার। শেষ ওভারের নাটকীয়তার হারে সেমির স্বপ্ন শেষ হয়ে গেল টাইগ্রেসদের।

সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বর্ণা আক্তার, রাবেয়া খানদের দুর্দান্ত বোলিংয়ে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে একই ভেন্যুতে স্বাগতিক ভারতের বিপক্ষে আগামী ২৮ অক্টোবরের ম্যাচটি বাংলাদেশের জন্য স্রেফ নিয়মরক্ষার।

২০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। এরপর আরেক ওপেনার ফারজানা হক পিংকিকে নিয়ে দলকে এগিয়ে নেন তিনে নামা শারমিন আক্তার সুপ্তা। কিন্তু দেখে-শুনে খেলেও সুবিধা করতে পারেননি পিংকি। উল্টো বেশ কিছু ডট বল খেলে রানআউটে কাটা পড়েন তিনি। বিদায়ের আগে ৩৫ বলে ৭ রান করেন তিনি।

এরপর জ্যোতির বদলে চার নম্বরর ব্যাট করতে নেমেছিলেন সোবহানা মোস্তারি। কিন্তু ব্যাটিংয়ে প্রমোশন পেয়েও সুবিধা করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার৷ ১৩ বলে ৮ রান করে মোস্তারির বিদায়ে দলীয় ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। দুজনের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। তবে চতুর্থ উইকেটে তাদের ৮২ রানের জুটি থেমে যায় ১০২ বলে ৬৪ রান করা সুপ্তা চোটে পড়ে মাঠ ছাড়লে।

এরপর স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে ভালোই লড়াই করছিলেন জ্যোতি। তাদের ৫০ রানের জুটিতে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে ২৭ বলে ১৯ রান করে স্বর্ণা ফিরলে ধস নামে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। এরপর রিতু মনি, রাবেয়া খানদের কেউই সুবিধা করতে পারেননি। জ্যোতি শেষ ওভারে আউট হওয়ার আগে করেছেন ৯৮ বলে ৬ বাউন্ডারিতে ৭৭ রান।

লঙ্কানদের হয়ে বোলিংয়ে একাই ৪ উইকেট শিকার করেন আতাপাত্তু। এছাড়া সুগন্ধিকা কুমারি ২টি এবং উদেশিকা প্রাবোধানি ১টি উইকেট পান৷

আবা/এসআর/২৫

শ্রীলঙ্কা,হার,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত