ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে

আজই সিরিজ নিশ্চিত করতে চান মিরাজরা

আজই সিরিজ নিশ্চিত করতে চান মিরাজরা

দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হয়ে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল মেহেদী হাসান মিরাজদের। একইসঙ্গে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলা অনিশ্চয়তার মধ্যে পড়ায় দুশ্চিন্তা তো আছেই। সব মিলিয়ে হতাশা বিরাজ করছিল লাল সবুজ শিবিরে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পাওয়া সহজ জয়ে হারানো আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেয়েছে টাইগাররা। এবার দৃষ্টি সিরিজ জয়ে, টানা চার ওয়ানডে সিরিজ হারের হতাশায় প্রলেপ দেওয়ায়। সেই লক্ষ্য সামনে রেখে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

মিরপুরে গত শনিবার ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। আজকের ম্যাচ সামনে রেখে গতকাল সোমবার একই মাঠের সেন্টার উইকেটে প্রায় দুই ঘণ্টা দলকে ম্যাচ পরিস্থিতির অনুকরণে অনুশীলন করিয়েছেন সিমন্স। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার, এমনকি লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদেরও ব্যাটিং অনুশীলন করানো হয়েছে। তাদেরকে বল করেছেন নাসুম আহমেদ, তানভির ইসলাম ও রিশাদ হোসেন।

ব্যাটিং অনুশীলনে বাড়তি জোর দেওয়ার পেছনের কারণও স্পষ্ট। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রথম চার ব্যাটার, বিশেষ করে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ফিরেছিলেন মাত্র ৮ রানের মধ্যে। তাদের আউটের ধরনেই স্পষ্ট হয়ে যায়, মন্থর উইকেটে বলের আচরণ বুঝতে সমস্যা হচ্ছে তাদের। পরে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তও একইরকম ভোগান্তিতে পড়েন। ভেতরে ঢোকা বলে পায়ের মুভমেন্ট ঠিক না রেখে খেলতে গিয়ে আউট হন তারা।

লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। স্পিন বান্ধব উইকেটে ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ৩৫ রানে ৬ উইকেট নেন তিনি। এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সেরা বোলিং ফিগারের নজির গড়েন রিশাদ। এই তালিকায় সেরা বোলিংয়ে রেকর্ড যৌথভাবে দখলে রেখেছেন দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি (১০ ওভার) ও ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রুবেল (৫.৫ ওভার)। তবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড দখলে নিয়েছেন রিশাদ। তাই এদিনের অনুশীলনে মূল ফোকাস ছিল ফুটওয়ার্ক। কীভাবে সামনের পায়ে বা পেছনের পায়ে ভর দিয়ে খেলে টার্ন সামলে সিঙ্গেল নেওয়া যায়, কীভাবে মিডল ওভারে স্ট্রাইক রোটেট করা যায়, এসব ভাবনায় নিয়েই অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে রিশাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্স অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো প্রক্রিয়া ধরে রাখা। এমন উইকেট সুবিধা দেবে, কিন্তু প্রক্রিয়া ধরে রাখতে হবে। রিশাদ ধারাবাহিকভাবে লাইন ও লেংথে বজায় রেখে বল করেছে।’ তিনি আরও বলেন, ‘একটি ভালো বল করেই উইকেট নেওয়া যায় না। একটি ভালো ওভার করে উইকেট নেওয়া যায়। টার্নিং উইকেটে মেডেন এবং ভালো ওভার করতে হবে। তাহলেই উইকেট আসবে।’

প্রথম ম্যাচে স্পিন বান্ধব উইকেটে খেলতে হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা বেশি। কিন্তু বাংলাদেশ খেলোয়াড়দের সর্তক থাকার পরামর্শ দিয়েছেন মুশতাক। তিনি বলেন, ‘প্রক্রিয়া এবং বিশ্বাসের উপর খেলোয়াড়দের মনোযোগ দিতে হবে। টার্নিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজ সুবিধা করতে পারেনি। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের শান্ত ও সতর্ক থাকতে হবে।’ পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৮ ম্যাচের মধ্যে মাত্র ২২টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

প্রথম ম্যাচের পর হঠাৎ করেই দলে স্পিন শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে দলে যুক্ত করেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে স্পিন দিয়েই ঘায়েল করার পরিকল্পনা বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদের জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেতে পারেন নাসুম। একাদশে পরিবর্তন আনতে পারে ওয়েস্ট ইন্ডিজও। স্পিন বান্ধব উইকেটের কারণে একাদশে সুযোগ পেতে পারেন বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন।

বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পাইরি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ,সিরিজ,নিশ্চিত,মেহেদী হাসান মিরাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত