ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা নাইট রাইডার্স

মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা নাইট রাইডার্স

বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে থেকে ছেড়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর।

বিবৃতিতে কেকেআর জানায়, কেকেআর নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক বিসিসিআই থেকে তারা মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ পেয়েছে। বোর্ডের নির্দেশ মেনে যথাযথ প্রক্রিয়া মেনে এবং আলোচনা করে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিয়ষটি চূড়ান্ত করেছে। কেকেআরের জন্য বিকল্প ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে। ফ্র্যাঞ্চাইজি এ বিষয়ে পরে কথা বলবে।

বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। কেকেআরের মালিক শাহরুখ খানেরও এক হাত নেন তারা। যার প্রতিক্রিয়ায় মুস্তাফিজকে কেকেআরের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৯.২০ কোটি রুপিতে কলকাতা দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন মুস্তাফিজ। এর আগে তিনি আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেন।

কেকেআর,কলকাতা নাইট রাইডার্স,মুস্তাফিজুর রহমান,আইপিএল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত