ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চবি মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ইউনিটের বিকেলের শিফট উদ্বোধন

চবি মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ইউনিটের বিকেলের শিফট উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি এন্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিটের বিকেলের শিফট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

মেডিক্যাল সেন্টারের তথ্যসূত্রে জানা যায়, এর আগে ফিজিওথেরাপি ইউনিটের সেবা কার্যক্রম সকাল থেকে দুপুরের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপরে এ সেবা বন্ধ রাখা হতো। তবে এবার ফিজিওথেরাপি ইউনিটে বিকেলের শিফট উদ্‌বোধন করায় এটি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। এখানে শরীর ব্যথা, হাঁটু ব্যথাসহ খেলাজনিত সকল ইঞ্জুরির জন্য সেবা নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের যেসব খাতে আমরা কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, তার মধ্যে মেডিকেল সেন্টার অন্যতম। দায়িত্ব গ্রহণের পরপরই মেডিকেল সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মাননীয় উপাচার্যের নির্দেশনায় এর উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়। ধারাবাহিক সেই উদ্যোগের অংশ হিসেবে মেডিকেল সেন্টারকে বিভিন্নভাবে আধুনিক ও কার্যকর করার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে বিকেলের শিফট চালু করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য খাত ও মেডিকেল সেন্টারের সংস্কারকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়; তবে পর্যায়ক্রমে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মেডিকেল সেন্টারে এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এবং নতুন করে ফিজিওথেরাপি ইউনিট চালু করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা এসব সেবা গ্রহণ করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চবি মেডিকেল সেন্টারের ফিজিওথেরাপি ইউনিটের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহসহ মেডিকেল সেন্টারে কর্মরত একাধিক কর্মকর্তা ও কর্মচারী।

চবি মেডিকেল সেন্টার,ফিজিওথেরাপি ইউনিট,শিফট,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত