
বিশ্বভ্রমণের অংশ হিসেবে একদিনের সফরে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সোনায় মোড়ানো ঐতিহাসিক ট্রফিটি।
এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
আয়োজকদের নির্ধারিত তালিকাভুক্ত ব্যক্তিরাই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আমন্ত্রণ পেলেও কোনো ফুটবলারের নাম তালিকায় না থাকায় দেশের খেলোয়াড়দের মধ্যে আক্ষেপ দেখা গেছে। দুপুর থেকে শুরু হওয়া বিভিন্ন আনুষ্ঠানিকতা সন্ধ্যা পর্যন্ত চলবে।
প্রতিটি বিশ্বকাপের আগে নিয়মিতভাবেই বিশ্বভ্রমণে বের হয় ফিফা বিশ্বকাপ ট্রফি, যেখানে ভক্তদের সামনে কাছ থেকে দেখার সুযোগ দেওয়া হয়। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের ট্রফিটি দেখার সুযোগ পান। এর আগে ২০০২ ও ২০১৩ সালেও ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি।
এবার বিমানবন্দরে ট্রফি গ্রহণ অনুষ্ঠানের পর ফিফার স্পন্সর কোকা-কোলার সহযোগিতায় দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে প্রদর্শনের জন্য রাখা হবে ট্রফিটি। কোকা-কোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত ভাগ্যবানরাই সামনে থেকে ঐতিহাসিক এই ট্রফি দেখার সুযোগ পাবেন।
উল্লেখ্য, কোকা-কোলা গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ‘আন্ডার দ্য ক্যাপ’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ প্রোমো ক্যাম্পেইনের আয়োজন করে। ওই ক্যাম্পেইনের বিজয়ীরাই কেবল ট্রফি দেখার পাশাপাশি ছবি তোলার সুযোগ পাবেন। এ জন্য বৈধ টিকিটের প্রিন্ট বা সফট কপি কিংবা স্ক্রিনশট দেখানোর পাশাপাশি যাচাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপও সঙ্গে রাখতে হবে।