ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নাটকীয়তার পর শুরু বিপিএল, বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে নোয়াখালী

নাটকীয়তার পর শুরু বিপিএল, বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শুরু হয়েছে নাটকীয়তার পর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে ক্রিকেটাররা বয়কট ঘোষণা করলে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সূচিভুক্ত দুটি ম্যাচই স্থগিত হয়।

তবে শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হয়েছে। বাঁচা-মরার সমীকরণ নিয়ে আগে ব্যাটিং করছে নোয়াখালী।

টস জিতে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠায়। বিতর্কিত পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম মাঠের খেলায় ভিন্ন চিত্র দেখিয়েছে। ইতিমধ্যেই শেখ মেহেদী হাসানের নেতৃত্বাধীন দল প্লে-অফ নিশ্চিত করেছে। শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা জিততে চাইবে চট্টগ্রাম, যেখানে তাদের সুবিধা দেবে লিগপর্বে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ।

নোয়াখালী এক্সপ্রেস এখনও টুর্নামেন্টে বেঁচে আছে, কিন্তু তাদের পয়েন্ট সমীকরণ জটিল। ৮ ম্যাচে ৪টি করে পয়েন্ট পাওয়ায় শেষ দুই ম্যাচে কেবল জিতলেই হবে না, রংপুর যেন আর ম্যাচ না জেতে, সেই কামনাও করতে হবে। রংপুর একটি ম্যাচ জিতলেই নোয়াখালী ও ঢাকা ক্যাপিটালস আসর থেকে বাদ পড়বে। ইতিমধ্যে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স প্লে-অফ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তার কারণে পূর্বনির্ধারিত খেলা হয়নি। ক্রিকেটাররা হোটেলে অবস্থান করে সভা ও সংবাদ সম্মেলন করেছেন। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অন্যান্য পরিচালক মিরপুর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। পরে বিসিবি নাজমুল ইসলামকে শোকজ করলেও ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড় ছিল। রাতের বৈঠকের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব শর্তসাপেক্ষে শুক্রবার থেকে খেলায় ফেরার ঘোষণা দেয়।

চট্টগ্রাম রয়্যালস একাদশে খেলেন নাঈম শেখ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, হাসান নেওয়াজ, শেখ মাহেদী হাসান (অধিনায়ক), আসিফ আলি, আমির জামাল, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মুকিদুল ইসলাম।

নোয়াখালী এক্সপ্রেস একাদশে রয়েছেন হাসান ইসাখিল, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, ইহসানউল্লাহ ও জহির খান।

ব্যাটিংয়ে নোয়াখালী,বাঁচা-মরার লড়াই,শুরু বিপিএল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত