
প্রতিবারের মতো ২০২৬ ফুটবল বিশ্বকাপেও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর জন্য টিকিট বরাদ্দ রেখেছে। ‘নন-প্লেয়িং কান্ট্রি’ হিসেবে ফিফার কাছ থেকে ৩৩০টি টিকিট কেনার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ।
শনিবার (১৭ জানুয়ারি) বাফুফের জাতীয় টিমস কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়।
কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের জানান, “নন-প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। রোববার (১৮ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পর্যন্ত টিকিটের জন্য বাফুফেতে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।”
বিশ্বকাপের টিকিটের জন্য বরাবরই বাফুফের ওপর ব্যাপক চাপ থাকে। বরাদ্দ কম হওয়ায় বাফুফে কিছু নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এই টিকিট বণ্টন করবে। এক্ষেত্রে বাফুফের নির্বাহী কমিটি, ক্লাবসমূহ, সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রীড়া সাংবাদিক, পৃষ্ঠপোষক, সমর্থক ও ফুটবল সংগঠকরা প্রাধান্য পাবেন। তবে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের চাহিদাও বিবেচনা করা হবে।
২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা (৪৮টি) এবং ভেন্যু বৃদ্ধি পাওয়ায় ফিফা এবার সদস্য দেশগুলোর জন্য বরাদ্দ কিছুটা বাড়িয়েছে। ফলে গত আসরের তুলনায় এবার বেশি টিকিট পাচ্ছে বাফুফে।
আবা/এসআর/২৫