ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

দেশ ছাড়ার গুজবের মধ্যেই বিসিবিতে হাজির বুলবুল, পানি ঢাললেন গুঞ্জনে

দেশ ছাড়ার গুজবের মধ্যেই বিসিবিতে হাজির বুলবুল, পানি ঢাললেন গুঞ্জনে

গতকাল সন্ধ্যা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছাড়ার গুজব ছড়িয়ে পড়ে। ক্রিকেটাঙ্গনে শুরু হয় নানা আলোচনা, এমনকি রাতভর খবর আসছিল যে, বুলবুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন। তবে বিসিবির একাধিক পরিচালক জানান, তিনি দেশে আছেন। বুলবুল নিজেও গণমাধ্যমে বলেন, দেশেই আছি, কোথাও যাচ্ছি না। কিন্তু গুঞ্জন থেমে থাকেনি।

আজ (সোমবার) সকালে বিসিবি অফিসে হাজির হয়ে গুজবে পানি ঢালেন বুলবুল। সকাল ১১টা নাগাদ শের-ই-বাংলা স্টেডিয়ামের চারপাশে পায়চারি করতে দেখা যায় তাকে। পরে তিনি রুটিন অফিসিয়াল কাজে যোগ দেন।

উল্লেখ্য, বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ভারতীয় মাটিতে বিশ্বকাপে খেলার জন্য নিরাপত্তা শঙ্কা জানিয়ে বাংলাদেশ অস্বীকৃতি জানায়, কিন্তু আইসিসি সেই দাবি মেনে না নিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছে না বাংলাদেশ।

এছাড়া, বোর্ডের অন্দরেও চলছে অস্থিরতা। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে এক পরিচালকের বিরুদ্ধে তদন্ত চলছে, যার ফলে তিনি অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন। অপর একটি পরিচালক, ইশতিয়াক সাদেক,ও পদত্যাগ করেছেন। এসব পরিস্থিতির মধ্যে বুলবুলের দেশ ছাড়ার গুজব ছড়িয়ে পড়ে।

বিসিবি,ক্রিকেট বোর্ড,আমিনুল ইসলাম বুলবুল,গুজব,গুঞ্জন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত