ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি নেতাদের আরোগ্য কামনায় ইফায় দোয়া মাহফিল

বিএনপি নেতাদের আরোগ্য কামনায় ইফায় দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক ডেপুটি মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি: নং বি-৫৩৪) উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে (৭ম তলা) এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য-সচিব এ্যাডভোকেট আবুল হোসেন।

এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের এহসানুল হক, ওলামা দলের ঢাকা মহানগরের মাওলানা মো. সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইউনিয়নের সভাপতি এম. এ. বারী।

এতে দেশের খ্যাতিমান উলামায়ে কেরাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা-কর্মী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

শেষে অসুস্থ দুই নেতার দ্রুত আরোগ্য, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. ওয়ালিউর রহমান।

ইফায় দোয়া মাহফিল,আরোগ্য কামনা,বিএনপি নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত