ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগে তিতাসের অভিযান

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগে তিতাসের অভিযান

রাজধানীর কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে গুলশান সংলগ্ন এলাকায় অবৈধভাবে নেয়া একাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ প্রেক্ষিতে আজ (২২ অক্টোবর) সকাল ৯টায় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ গুলশান সোসাইটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুরো এলাকা পরিদর্শন করেন।

এ সময় পেট্রোবাংলা ও তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, গুলশান সোসাইটির সভাপতি, স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিমন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ নিজে উপস্থিত থেকে পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি গুলশান এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখে স্থানীয়দের মাঝে গ্যাসের সঠিক ব্যবহার ও অবৈধ সংযোগের ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা কার্যক্রম চালান।

অভিযান চলাকালে কড়াইল বস্তির সঙ্গে সংযুক্ত গুলশানের বিভিন্ন রাস্তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিভিন্ন সাইজের প্রায় ৭০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়। এছাড়া গুলশানের একটি হোটেলে মিটারবিহীন রাইজার থেকে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা আদায়পূর্বক সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের কর্মকর্তারা জানান, গুলশান থেকে কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ বহুবার বিচ্ছিন্ন করা হলেও দুষ্কৃতকারীরা বারবার নতুনভাবে সংযোগ স্থাপন করছে।

মিডিয়ার প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “গুলশান থেকে কড়াইল বস্তিগামী অবৈধ সংযোগ উচ্ছেদে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। গুলশান সোসাইটির সহযোগিতায় এই অভিযান আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছি।”

তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন যেন তিতাস গ্যাস ও গুলশান সোসাইটি যৌথভাবে অবৈধ সংযোগ উচ্ছেদে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে।

তিতাস গ্যাসের তথ্যমতে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ৭১ হাজার ৭৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ৩৭৮টি শিল্প, ৫১৭টি বাণিজ্যিক এবং ৭০ হাজার ৮৫৫টি আবাসিক সংযোগ রয়েছে।

পাশাপাশি ১ লাখ ৫২ হাজার ৫১৯টি বার্নার অপসারণ এবং ২৯১ কিলোমিটার পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে।

তিতাস গ্যাস জানায়, অবৈধ সংযোগের কারণে বিপুল গ্যাস অপচয় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এসব অনিয়ম রোধে অভিযান আরও জোরদার করা হবে।

তিতাসের অভিযান,অবৈধ গ্যাস সংযোগ,কড়াইল বস্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত