ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা নিহাল জান্নাতের কম্বল বিতরণ

নওগাঁয় বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা নিহাল জান্নাতের কম্বল বিতরণ

নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের চকআতিতা উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা মোছা: নিহাল জান্নাত এই উদ্যোগের নেতৃত্ব দেন। তিনি নওগাঁ শহরের মাস্টার পাড়া মহল্লার মোসাদ্দুর রহমান রকেট এর সহধর্মিণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্নেল (অব.) এম.এ আব্দুল লতিফ খান। এছাড়া উপস্থিত ছিলেন চকআতিতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, স্থানীয় বিএনপি নেতা চাঁন মিয়া ও লিৎফর রহমান, সাবেক ইউপি মেম্বার একেএম রফিকুল আজমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণে নিহাল জান্নাত বলেন, "দীর্ঘদিন ধরে আমি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।"

কম্বল পেয়ে গ্রামের দরিদ্র ও শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটেছে।

আবা/সজল

কম্বল বিতরণ,নারী উদ্যোক্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত