সিরাজগঞ্জ শহরের বড়বাজার এলাকায় ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে শহরের এস এস রোডসহ কয়েকটি রোডে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজান মাসেও শহরের প্রধান সড়ক এসএস রোডের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে ভাসমান দোকান। এসব দোকান ও হকারদের কারণে পথচারীদের চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি হয়। এমনকি সড়কের উভয়পাশে মোটর বাইক পার্কিং করে রাখে। এতে প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এ যানজট নিরসনে ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের ফলে পথচারীদের মাঝে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।
এ অভিযানে পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর থানার ওসি হুমায়ুন কবির, ওসি (ডিবি) একরামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এরআগে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক কামরুল ইসলামের সভাপতিত্বে পৌর হলরুমে বাজার মনিটরিং এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং ব্যবসায়ীদের সাথে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে গরুর মাংস, মুরগি ও মাছসহ বিভিন্ন পন্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখার অনুরোধ জানানো হয়।
এ সভায় বিএনপির নেতবৃন্দ ও গরুর মাংস ব্যবসায়ীর নেতৃবৃন্দসহ বিভিন্ন পন্য সামগ্রীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।