সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আসিফ হোসাইনের (১৯) লাশ দীর্ঘ ৭ মাস পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আদালতের নির্দেশে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মর্গ থেকে লাশ বুঝিয়ে দেওয়া হয়।
আসিফ সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে এবং সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি হুমায়ুন কবির।
ওসি জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, উদ্ধার হওয়া লাশটি কলেজছাত্র আসিফের। তার বাবা ছেলের লাশ পাওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। রোববার শুনানি শেষে বিচারক পরিবারের কাছে লাশ হস্তান্তরের নির্দেশ দেন।
আদালতে দেওয়া আবেদনে নিহতের বাবা উল্লেখ করেন, তার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিল। গত বছরের ৪ আগস্ট এ আন্দোলনে অংশ নেওয়ার সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চিহ্নিত কিছু অস্ত্রধারী সন্ত্রাসী তাকে হত্যা করে। পরে লাশ স্থানীয় সাবেক এমপি হেনরির বাসভবনের শৌচাগারে লুকিয়ে রাখা হয়।
৪ আগস্ট দুপুরের পর থেকে আসিফের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।