ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কর্মক্ষেত্রে নারী ইউএনও নীলুফা ইয়াসমিনের সাহসী নেতৃত্ব

কর্মক্ষেত্রে নারী ইউএনও নীলুফা ইয়াসমিনের সাহসী নেতৃত্ব

বিশ্ব নারী দিবসের প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন ও সাফল্যের গল্প তুলে ধরতে গেলে কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কক্সবাজার জেলার ৯টি উপজেলার মধ্যে তিনিই একমাত্র নারী ইউএনও, যিনি দক্ষতা, সাহস ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নারীরা এখন দেশের সর্বস্তরের কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করছেন। বর্তমানে ৪৯২ জন ইউএনওর মধ্যে ১৭৭ জন নারী এবং ৬৪ জেলা প্রশাসকের মধ্যে ১৮ জন নারী ডিসি দায়িত্ব পালন করছেন। প্রশাসনের শীর্ষ পদেও নারীরা সাফল্যের স্বাক্ষর রাখছেন।

৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নীলুফা ইয়াসমিন ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কক্সবাজার সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

যোগদানের পর তিনি শিক্ষাঙ্গনের আন্দোলন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সক্রিয় হন। তিনি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাদক, মোবাইল আসক্তি ও বাল্যবিবাহ থেকে দূরে রাখতে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

পরিবেশ রক্ষায় নীলুফা ইয়াসমিনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি অবৈধ ইটভাটা ও পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে রাতের মধ্যেও অভিযান পরিচালনা করেছেন, যা তাকে সাহসী কর্মকর্তা হিসেবে সকলের কাছে পরিচিত করেছে।

তিনি প্রতিটি সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কাজ ত্বরান্বিত করছেন। জনসেবার মানোন্নয়নে গড়ে তুলেছেন দক্ষ "টিম সদর উপজেলা"। তার নেতৃত্বে টিমের প্রতিটি সদস্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি উপজেলা পরিষদের প্রশাসক, ঝিলংঝা ও চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এছাড়া, প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রচারবিমুখ, বিনয়ী ও কর্মঠ এই কর্মকর্তা নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে চলেছেন।

ইউএনও নীলুফা ইয়াসমিন জানান, এতগুলো দায়িত্ব পালন করা চ্যালেঞ্জিং হলেও অতিরিক্ত সময় দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় কক্সবাজার সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে জনসাধারণের সার্বিক সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।

নীলুফা ইয়াসমিন,নারী,ইউএনও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত