ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বোরকা পরে আদালতে অপু বিশ্বাস, জানালেন কারণ

বোরকা পরে আদালতে অপু বিশ্বাস, জানালেন কারণ

হত্যাচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এদিন অপু বিশ্বাস মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে উপস্থিত হন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, আদালত এলাকায় কোনো তারকা উপস্থিত হলে ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই ঝামেলা এড়াতে তিনি বোরকা পরে গিয়েছিলেন।

অপু বিশ্বাস বলেন, ‘আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে। তারকা দেখলে কৌতূহলী মানুষের ভিড় আরও বাড়ে। এতে বিশৃঙ্খলার আশঙ্কা থাকে।’

তিনি আরও জানান, শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি। তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে গিয়েছিল। শুধু আদালতে নয়, প্রয়োজনে বাসার বাইরে যাওয়ার সময়ও পরিস্থিতি অনুযায়ী তিনি বোরকা পরে থাকেন বলেও জানান অপু বিশ্বাস।

অপু বিশ্বাস,বোরকা পরে আদালতে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত