ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ৯২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

রাজবাড়ীতে ৯২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

রাজবাড়ীর পাংশায় ৯২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৮ মার্চ) ভোরে পাংশা থানাধীন নারায়ণপুর এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. জাকির সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৩৩) ও নারায়ণপুর গ্রামের মৃত কেসমত আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার নায়ায়ণপুর এলাকার রেলস্টেশনের উত্তর পাশে সকাল-সন্ধ্যা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ও রেললাইন সংলগ্ন টাওয়ারের পাশে একটি বসতবাড়ি থেকে মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও মো. নুরুল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন এপাসি আরটিআর ১৬০ সিসি লাল রঙের একটি মোটরসাইকেল ও একটি ৫ স্টার ব্যাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন দৈনিক আলোকিত বাংলাদেশকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মাদক,কারবারি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত