তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।
সোমবার (১০ মার্চ) রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৮টি মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত থেকে ফোনগুলো হস্তান্তর করেন। তিনি বলেন, “সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি সাধারণ মানুষের হারানো মূল্যবান জিনিস ফিরে পাওয়ার জন্য জেলা পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এ পর্যন্ত ৪২৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। পুলিশের এই সাফল্যে ভুক্তভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।