ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ৯ জুয়াড়ি আটক

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ৯ জুয়াড়ি আটক

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে জুয়া খেলা ও এর সহযোগিতার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ জুন) রাতে শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার জি.এম আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে নিয়মিত জুয়ার আসর বসত বলে তথ্য ছিল। অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জন জুয়াড়িকে হাতে-নাতে আটক করা হয়। এছাড়া বাড়ির মালিক আজাহার আলী রবিকেও জুয়ার আয়োজন ও টাকার বিনিময়ে স্থান ভাড়া দেওয়ার অভিযোগে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে নগদ প্রায় ৩৫ হাজার টাকা, জুয়ার সামগ্রী এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, বাড়ির মালিক সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত জি.এম এ জব্বারের ছেলে জি.এম আজাহার আলী রবি (৬৭), শহরের রসুলপুর এলাকার সজল হোসেনের ছেলে জামাত আলী (৫৫), পুরাতন সাতক্ষীরা এলাকার দীন মোহাম্মাদ গাজীর ছেলে অবুল কালাম (৫৭), শহরের কামালনগর এলাকার মৃত এলাই বক্সের ছেলে নবাব আলী (৬০), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত রজিবুল ইসলামের ছেলে তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে অলাউদ্দিন (৬০), সাতক্ষীরা সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে আতিয়ার রহমান (৬৫), একই উপজেলার ধুলিহর গ্রামের শাকের আলীর ছেলে আবু তালেব (৫০) ও যশোর জেলার শার্শা থানার বাঁগআচড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে মেহের আলী (৫২)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, জুয়া প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জুয়ারি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত