কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর কনস্টেবল জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) এবং রাউজান উপজেলার বাইন্যারহাট ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে ডিএনসির একটি দল এ অভিযান পরিচালনা করে।
সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, আটক পুলিশ সদস্য জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মন্ডলপাড়ার একটি ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ির সামনে পার্কিং করা প্রাইভেট কার থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ওই বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতলও পাওয়া গেছে।
জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য জাহিদুল ইসলাম সৌদি প্রবাসী মুবারক হোসেনের স্ত্রী তসলিমা বেগমের মালিকানাধীন বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।