ঢাকা বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে নানা আয়োজনে মে দিবস পালিত

ঈশ্বরদীতে নানা আয়োজনে মে দিবস পালিত

ঈশ্বরদীতে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে একটি বিশাল শোভাযাত্রা আলহাজ মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী-পাবনা সড়ক হয়ে রেলগেট ট্রাফিক মোড় ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেয় ঈশ্বরদী উপজেলা ও পৌর শ্রমিক দল, রেলওয়ে শ্রমিক দল, রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, নেসকো শ্রমিক দল, রিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতিসহ বিভিন্ন সংগঠন। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনও পৃথক র‌্যালি বের করে।

সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জাকারিয়া পিন্টু, আহসান হাবিব, মাহবুবুর রহমান পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অন্যদিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস।

মে,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত