ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২ মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ ভাঙচুর আহত ১৭

সিরাজগঞ্জে ২ মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ ভাঙচুর আহত ১৭

সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় মহল্লার কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত ক্রিকেট খেলার পুরস্কার বিতরণ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওইদিন সন্ধ্যায় সয়াধানগড়া মহল্লার টেপার মোড় ও জগাই মোড় বাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে এবং ৭ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় মহল্লাবাসী আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে এ সংঘর্ষ ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ সংবাদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চুসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে যান এবং পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে উভয় মহল্লার ১০ জন আহত হয়েছে এবং ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির আলোকিত বাংলাদেশকে বলেন, ক্রিকেট খেলার পুরস্কার বিতরণ নিয়ে ওই মহল্লায় ২ দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আবারো সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত