ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে আনসার-ভিডিপি

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে আনসার-ভিডিপি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম আহমেদের পাশে দাঁড়িয়েছে আনসার-ভিডিপি।

গত রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেলিম আহমেদের বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক (ডিডিজি) মো. জিয়াউল হাসান।

পরে জেলা কমান্ড্যান্ট ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও উইন্টার কোটসহ শীতবস্ত্র বিতরণ করেন এবং বিস্তারিত তথ্য রেঞ্জ সদর দপ্তরে পাঠান। পরবর্তীতে রেঞ্জ কমান্ডার বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালককে অবহিত করলে তারা সম্ভাব্য সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান। এ সময় তিনি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক সহায়তা হিসেবে দুই বান টিন এবং নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। একইসাথে বাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এসময় ক্ষতিগ্রস্ত সেলিম আহমেদ মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহায়তা শুধু এক সদস্যের প্রতি নয়, বরং বাহিনীর সকল সদস্যের প্রতি মহাপরিচালক মহোদয়ের অকৃত্রিম ভালবাসা ও দায়িত্বশীলতার প্রতীক।

সুনামগঞ্জ,অগ্নিকাণ্ড,আনসার-ভিডিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত