ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ২১

সিরাজগঞ্জে দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ২১

শহরের বড়পুল এলাকায় প্রভাবশালী দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

এতে উভয় গ্রুপের কমপক্ষে ২১ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ও পুলিশ জানায়, শহরের আড্ডা নামের রেস্টুরেন্ট নিয়ে বেশ কিছুদিন ধরে চাপা উত্তেজনা চলে আসছিল।

এরই জের ধরে রোববার দুপুরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষকারীরা প্রায় দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং এমনকি হেলমেট পড়েও অনেকে এই সংঘর্ষে অংশগ্রহণ করে।

এ সংঘর্ষ এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় গোটা শহরে দোকানপাট বন্ধ হয়ে যায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু ও বেশ কিছু নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি আলোকিত বাংলাদেশকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে সংঘর্ষের ঘটনায় এখনও কেউ আটক হয়নি এবং সংঘর্ষ এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত